রাউজানের কদলপুর থেকে ৫ গরু চুরি

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের এক কৃষকের গোয়াল ঘর থেকে চুরি করে নিয়েছে ৫টি গরু। চুরি করা গরু গুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা হবে বলে গ্রামবাসীরা জানিয়েছে। জানা যায়, গত শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে মোহাম্মদ জামান চৌধুরীর বাড়ির ইউনুচ মিয়ার গোয়াল ঘর থেকে। গরুর মালিক ইউনুচ বলেছেন, প্রতি রাতের মতো তিনি গোয়ালে তালা লাগিয়ে দেয়। পরিবারের সদস্যরা রাত ১২টা পর্যন্ত সজাগ ছিল। পরে সকলেই ঘুমিয়ে পড়ে।

গতকাল রোববার সকালে গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে দেখি গোয়ালের ঘরের তালা ভাঙা। ভিতরে গরু নাই। এই ঘটনা দেখে বেড়িয়ে পড়ি গরুর সন্ধানে। সারা দিন এখানে সেখানে ছুটাছুটি করেও গরুর সন্ধান পায়নি। হতাশ হয়ে থানায় গিয়ে একটি অভিযোগ দিয়েছি। এবিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল আলম চৌধুরী এঘটনায় একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন চুরি হওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা আজিজুল হক আল-কাদেরীর ওরশ
পরবর্তী নিবন্ধবহদ্দারহাট থেকে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার