চুয়েট স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান হেড মাওলানা, হযরত বশির মোহাম্মদ শাহ (রহ:) এর মাজার ও মসজিদের খতিব হযরত মাওলানা আবদুল মান্নান ফারুকীর (রহ.) ওরশ মাহফিল ও ফাতেহা গত ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের হযরত মিয়া শাহ (রহ.) এর দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল খতমে গাউছিয়া শরীফ, তাওয়াল্লেদে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান, মোনাজাত ও তবরুক বিতরণ। এতে উপস্থি ছিলেন কদলপুর হামিদিয়া মাদরাসার আরবী প্রভাষক মাওলানা রফিক উদ্দিন ফারুকী, মাওলানা এম নওশাদুল হক মাইজভান্ডারী, মাওলানা জামাল উদ্দিন শাহ, সগীর আহমদ চৌধুরী, অধা্যপক এরশাদুল মোস্তাফা, সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন, সংগঠক নুর মোহাম্মদ, হাফেজ আমীর খসরু আল কাদেরী, প্রমুখ।