রাউজানের উরকিরচর উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

| সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কান্তি দাস জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধিত করেছে নিজ প্রতিষ্ঠান রাউজানের উরকিরচর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিলাস কান্তি দাসের কারণে উরকিরচর উচ্চ বিদ্যালয়ের নতুন দিগন্তের সৃষ্টি হল। তিনি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আমরা আবারো গর্বিত হলাম। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ আলমগীর সবুজ, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী, আওয়ামীলীগ নেতা আনোয়ার আজম, সাংবাদিক জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, লাকী দাশ। সংবর্ধিত অতিথি ছিলেন প্রধান শিক্ষক বিলাস কান্তি দাস। শিক্ষক তাজুল ইসলাম ও মেরী বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল আজম, মো. ইয়াকুব, নুরুল আজিম জুয়েল, বেলাল উদ্দীন, রফিক কন্ট্রাক্টর, আবদুল মন্নান খান, নুরুল আমিন, আবু তাহের সওদাগর, জসিম উদ্দিন শাহ, ওচমান গনি, নুরুল আনোয়ার, দিদারুল আলম, জান্নাতুল কাউছার, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, কাউছার আলম, ফাতেমা বেগম, মো. হারুন, মো. জাকারিয়া প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধসে যাওয়া বেড়িবাঁধ মেরামত হয়নি দুমাসেও
পরবর্তী নিবন্ধপিটুপি ও ইডিইউর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত