রাউজানের উরকিরচরে দরবারে কামালিয়ায় ওরশ সম্পন্ন

| শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:২৪ পূর্বাহ্ণ

হযরত মাওলানা ছৈয়দ কামাল শাহের (রহ.) বার্ষিক ওরশ গত ২১ জানুয়ারি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের দরবারে কামালিয়া শরীফে নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

 

বিশিস্ট লেখক, সাজ্জাদানশীন শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজার সদারতে অনুস্টিত ওরশের সার্বিক কার্যক্রমে উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উরকিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা ছৈয়দ মাসূম কামাল আল আজহারী, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু স্বাস্থ্য) ডা. কামাল হোসেন জুয়েল, মরমী শিল্পী হান্নান হোসাইনী, মাওলানা মোহাম্মদ নঈম উদ্দিন, মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসমাইল, শাহজাদা মোহাম্মদ মোরশেদ কামাল, শাহজাদা ডা. জাহেদ কামাল, রাউজান প্রেসক্লাব সদস্য নুর মোহাম্মদ, ছড়াকার মাওলানা শামসুদ্দিন নঈমী, সমাজসেবক ছালামত উল্লাহ বাবুল, লেখক সেলিম চৌধুরী, সৈয়দ ইলহাম রেজা, আরিফুল্লাহ সাকিব, এস এম তানভীর ইসলাম, মুহাম্মদ ইমতিয়াজ হিমু, সৈয়দ মোহাম্মদ আরাফাত প্রমুখ। ওরশে কর্মসূচিতে ছিল খতমে কোরআন, খতমে খাজেগান, ‘যিকরুল্লাহ’ গ্রন্থের মোড়ক উম্মোচন, প্রকাশনা উৎসব, জিকির, মিলাদকিয়াম, জিকিরে ছামা মাহফিল, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামী মাসে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধকৃষি জমির মাটি ইটভাটায় বিক্রি