রাউজানের আওয়ামী লীগ নেতা রোশাঙ্গীর আলম গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | রবিবার , ১১ মে, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা আওয়ামী লীগের নেতা চার মামলার আসামি মোহাম্মদ রোশাঙ্গীর আলমকে রাউজান থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গত শুক্রবার তাকে নোয়াপাড়া পথের হাট থেকে গ্রেপ্তার করা হয়।

পথেরহাটের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা বলেছেন, রোশাঙ্গীর আলম কয়েকজনকে সাথে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়ি করে জুমা নামাজ আদায়ের পর বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এর আগে খবর পেয়ে পুলিশ তাকে আটক করতে পথেরহাটে ওঁৎপেতে ছিল। তার গাড়িটি পথেরহাটের ভূমি অফিসের সামনে আসলে কথা আছে বলে পুলিশ তাকে গাড়ি থেকে নামিয়ে একটি সিএনজি টেঙিতে উঠিয়ে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোশাঙ্গীর আলম রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন আয়শা বিবির বাড়ির মৃত আবদুল হাকিম সওদাগরের ছেলে। তিনি পোশাক শিল্পের সাথে জড়িত একজন ব্যবসায়ী; উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, গ্রেপ্তার করা ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। তাকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রশস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টিকালে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগ্রেনেড হামলার মামলায় জড়ানো ছিল ষড়যন্ত্র : দেশে ফিরে হানিফ