রাউজানের অগ্রগতি অব্যাহত রাখতে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে

নিরোদ বরন বড়ুয়ার স্মরণসভায় ফজলে করিম এমপি

| সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৯:২৯ পূর্বাহ্ণ

শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক নিরোদ বরন বড়ুয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলার পশ্চিম রাউজান গ্রামে গত ১৬ সেপ্টেম্বর মহাসংঘদান, খাদ্যসমগ্রী বিতরণ এবং স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান জসীম উদ্দিন হিরো। স্মরণসভায় প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানের উন্নয়ন এবং অগ্রগতি বজায় রাখতে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে এবং গুণীজনকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। পরে প্রধান অতিথি দরিদ্র মানুষের মাঝে খাদ্যসমগ্রী বিতরণ করেন। নিরোদ বরন বড়ুয়ার পরিবারের পক্ষে বক্তব্য দেন সাংবাদিক সুচরিতা বড়ুয়া। মহাসংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-সংঘরাজ ড. শীলানন্দ মহাস্থবির, প্রধান আলোচক ছিলেন উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। এছাড়াও দেশনা দেন মৈত্রীপ্রিয় মহাস্থবির এবং বিপুলাসেন মহাস্থবির প্রমুখ। স্মরণসভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক নিরূপম দাশগুপ্ত, ড. সবুজ বড়ুয়া শুভ , আনন্দ প্রসাদ বড়ুয়া, সুপর্না বড়ুয়া, নির্দশন বড়ুয়া অনিক, নিলয় শংকর বড়ুয়া, রুনা বড়ুয়া প্রমুখ। দরিদ্র মানুষের মাঝে খাদ্যসমগ্রী বিতরণ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নিরোদ বরন বড়ুয়ার কনিষ্ঠ পুত্র ও ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ আটক ২
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেয়া যাবে না