রাউজানের অগ্নিদুর্গতদের আর্থিক সহায়তা দিলেন গিয়াস কাদের

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

রাউজানে হিন্দু ও বডুয়া পাড়ায় আগুন দেয়ার ঘটনা জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছেন রাউজান আসনের ধানের শীষ প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেছেন, হিন্দু ও বড়ুয়া পাড়ায় আগুন দেয়ার ঘটনা রাউজানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের গভীর ষড়যন্ত্র। গতকাল বৃহস্পতিবার রাউজানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া পরিবার সমূহে বিএনপি’র পক্ষে দেয়া আর্থিক সহায়তা প্রদানকালে অডিও বার্তায় তিনি এই অভিমত ব্যক্ত করেন। উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নুরুল হুদার নেতৃত্বে দলের নেতৃবৃন্দ অগ্নিদুর্গত ও মন্দির চুরির ঘটনা দেখতে পৌরসভা ৫নং ওয়ার্ড শীল পাড়া,কুন্ডেশ্বরী মন্দির, কেওটিয়া পাড়া,কুলাল পাড়া, চিকদাইর মন্দিরে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সমবেদনা জানাতে যান। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ছৈয়দ মঞ্জুরুল আলম, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, রাউজান পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন দাশ, পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউর রহীম আজম, শাহাআলম মাষ্টার, রাউজান তাঁতীদলের সভাপতি নুরুন্নবী, সাহাব উদ্দিন মেম্বার, মোঃ মনজুরুল আলম, মোহাম্মদ রাশেদ, নাজিম উদ্দিন, মোঃ জমির উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএফ এ ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার সালানা জলসা
পরবর্তী নিবন্ধসংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের মৌলিক শর্ত