উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, রাউজানকে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাসী চাঁদাবাজদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। তিনি যারা এই ঘৃন্যকাজে জড়িত তাদের ধরে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। গত রোববার দক্ষিণ উরকিরচর মীরাপাড়ায় এক সমাবেশে তিনি বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান। উরকিরচর ইউনিয়নের মীরাপাড়ায় আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হালিম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুচ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীমউদ্দীন চৌধুরী, উত্তর জেলার যুবদলের সিনিয়রর যুগ্মসাধারণ সম্পাদক এইচএম নুরুল হুদা। বক্তব্য রাখেন আবদুল মান্নান, শামসুল হক বাবু, সফিউল আলম চৌধুরী, হারুনুর রশিদ, ইমরানুল হক সোহেল, মোহাম্মদ তারেক, আনোয়ারুল আজিম, মিঠু চৌধুরী, জাহিদুল আলম, জামাল উদ্দিন, মোহাম্মদ ফয়সাল, আনোয়ার হোসেন, মনিরুল হক আদনান, ইউসুফ মোঃ পাশা,রায়হান উদ্দিন ইরফান প্রমুখ।