মমতা পরিচালিত রিইমেজিনিং ইন্ডাস্ট্রি টু সাপোর্ট ইক্যুায়ালিটি–রাইজ প্রকল্পের পাবনা জেলায় বাস্তবায়িত কার্যক্রম সম্প্রতি পরিদর্শন করেন মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ ও তাঁর স্ত্রী শাহাজাদী রফিক। এ সময় তিনি পাবনা জেলায় মমতা পরিচালিত রাইজ প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক অবস্থার বিষয়ে প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মীবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন ভিনটেজের নির্বাহী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামিম আহমেদ, জেনারেল ম্যানেজার হেলাল ইসলাম, ম্যানেজার কাজী তুষারুল ইসলাম, মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক ইকবাল আল মাহামুদ, প্রকল্প ব্যবস্থাপক রুমি বড়ুয়াসহ অন্যান্যা কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা বিএসআরের সহায়তায় প্রকল্প বাস্তবায়ন করছে মমতা। পরিদর্শনকালে প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ বলেন, স্বল্প আয়ের কর্মজীবী মহিলাদের স্বাস্থ্য সেবার সচেতনতা, জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণে সচেনতা, পুষ্টি ও সঠিক হাইজিন ব্যবস্থার জন্য তাদের মাঝে মৌলিক স্বাস্থ্য সুরক্ষার সচেতনতা ও সক্ষমতা সৃষ্টিসহ অন্যান্য বিষয়ে কাজ করে আসছে মমতা। প্রেস বিজ্ঞপ্তি।