রাইজিং স্টার ফুটবল একাডেমির সভা

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

রাইজিং স্টার ফুটবল একাডেমির এক সভা সম্প্রতি একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইকবালের পরিচালনায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে কমিটি গঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন রাজুকে সভাপতি এবং ক্রীড়া সংগঠক মো. মিজানকে ম্যানেজার করে ৭ সদস্য বিশিষ্ট ফুটবল কমিটি গঠন করা হয়। এ সময় কর্মকর্তাদের মধ্যে আবুল কালাম আজাদ ও মো. জুবায়ের চৌধুরীসহ আরো একাডেমির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাশেজ সিরিজ জয় অস্ট্রেলিয়ার
পরবর্তী নিবন্ধআমিরাতে বিজয় দিবস উপলক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট