রাইজিং ষ্টার ক্লাবের এক সভা গত ২৬ অক্টোবর ক্লাবের কার্যালয়ে ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার বিজয় কুমার চৌধুরী কিষান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে রাইজিং ষ্টার ক্লাবের ফুটবল পরিচালনার জন্য ফুটবল কমিটি গঠন করা হয়। কমিটিতে হালদা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. সরওয়ার আলমগীরকে চেয়ারম্যান এবং ব্যবসায়ী আয়াজ মোহাম্মদ রকিকে সম্পাদক এবং মো. জাহেদকে সহকারী সম্পাদক মনোনীত করা হয়। কমিটির সদস্যরা হলেন ইফতেখার হোসেন জনি, মো. জহির, মোদাসেস্্র বিল্লাহ শামীম, ফয়সাল মুনির চৌধুরী, মহসিনুল করিম চৌধুরী, হাসান মুরাদ, শহিদুল ইসলাম, কামরুল আলম। রাইজিং ষ্টার ফুটবল দলের হেড কোচ হায়দার কবির প্রিন্স, সহকারী কোচ মো. ইকবাল এবং ম্যানেজারের দায়িত্ব পালন করবেন আব্দুর রব মমিন।












