রাইজিং স্টার ও কোয়ালিটি একাডেমির জয়

শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ম্যাচে জয় পেয়েছে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি এবং কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৫ উইকেটে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স দলকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি ৮ উইকেট নিউস্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। গতকালের দুটি ম্যাচই হয়েছে লো স্কোরিং। দু দ্যাচেই আগে ব্যাট করা দল ৬০ এর কম রানে অল আউট হয়েছে। তবে পরে ব্যাট করা দল সহজ জয় পেয়েছে।
প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স দল ১৭.২ ওভারে মাত্র ৪৯ রান করে অল আউট হয়ে যায়। দলের কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ১৮ রান। ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ ৮ রান করে আয়নান কবির। কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের পক্ষে ৫ রানে ৩টি উইকেট নিয়েছে সোহেল। ২টি করে উইকেট নিয়েছে অর্নভ বড়ুয়া আবং আবদুল্লাহ আল সায়িদ।
এছাড়া একটি করে উইকেট নিয়েছে হোসাইন মনসুর এবং সাকিব আল হাসান। মাত্র ৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে ১৭ রান করে বাহাউদ্দিন। ১২ রান করে অপরাজিত ছিল শিহাব। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেঙের পক্ষে মাত্র ১ রানে ৩টি উইকেট নিয়েছে ইয়াছিন আরাফাত। এছাড়া একটি করে উইকেট নিয়েছে আয়ান দে এবং আহনাফ ইসলাম। বিজয়ী দলের সোহেল ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন মহানগর আওয়ামীলীগের সদস্য মো. জাবেদ।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান সংগ্রহ করে নিউস্টার ক্রিকেট একাডেমি। এই ৫৭ রানের মধ্যে ৩৭ রানই আসে অতিরিক্ত থেকে। দলের একজন মাত্র ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পেরেছে। ১১ রান করে মুনতাসির। রাইজিং স্টার ক্রিকেট একাডেমির পক্ষে ২টি করে উইকেট নিয়েছে ইন্দ্রজিত এবং মোকাদ্দেস। একটি করে উইকেট নিয়েছে কায়েস, তারেক, রাহিল এবং ইফাদ। ৫৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি মাত্র ৬ ওভারে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ২১ বলে ২৫ রান করে অপরাজিত থাকে মোকাদ্দাস। ১০ বলে ১৪ রান করে হাসিব আল বান্না। নিউস্টার ক্রিকেট একাডেমির পক্ষে একটি করে উইকেট নিয়েছে মুনতাসির মামুন এবং সৌম্যজিত।
বিজয়ী দলের মো. মোকাদ্দেস ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

পূর্ববর্তী নিবন্ধচবির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধশাকিবের সঙ্গে বিয়ে না হলেই ভালো হতো : অপু