সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগে সহজ জয় পেয়েছে রাইজিং স্টার ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৮ উইকেটে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। লো স্কোরিং ম্যাচে টসে জিতে রাইজিং স্টার ক্লাব প্রথমে ব্যাট করতে পাঠায় শহীদ শাহজাহান সংঘকে। রাইজিং স্টারের জাহিদুল ইসলাম মেহেদির বোলিং তোপে পড়ে শাহজাহান সংঘ শতরানের কোঠাও পার করতে পারেনি। তারা মাত্র ৮৮ রানে গুটিয়ে যায়। দুই ওপেনার সাজাদ হোসেন এবং বেলাল হোসেন রাজা দলীয় ৮ রানেই ফিরে যান। তাদের ফিরিয়ে দেন অপর দুই সফল বোলার যথাক্রমে আকিবুল ইসলাম এবং ওমর ফারুক।
এরপর কফিল উদ্দিন এবং মোহাম্মদ সুমন নেমে কিছুটা চেষ্টা করেন। তবে দলীয় ৬১ রানের মধ্যে এ দু’জন বিদায় নিলে আবারো বিপদে পড়ে শহীদ শাহজাহান সংঘ। যা থেকে আর উদ্ধার পাওয়া সম্ভব হয়নি। কফিল ২৯ এবং সুমন ১৩ রান করে আউট হয়ে যান। পরবর্তী ব্যাটাররা মেহেদীর বোলিংয়ে আর সুবিধা করতে পারেননি। অতিরিক্ত থেকে শাহজাহান সংঘের ইনিংসে যোগ হয় ১৫ রান। ২৭.২ ওভার খেলে সবাই আউট হয়ে যায়। রাইজিং স্টার ক্লাবের জাহিদুল ইসলাম মেহেদি ৯ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন।
আকিবুল ইসলাম ২৩ রান দিয়ে ৩টি এবং ওমর ফারুক চৌধুরী একই রান দিয়ে ২টি উইকেট দখল করেন। জবাব দিতে নেমে রাইজিং স্টার ক্লাব ২০.২ ওভার খেলে লক্ষ্যে পৌঁছে যায়। কোন রান না করে ওপেনার শোভন মোড়ল আউট হয়ে গেলে পরের ব্যাটাররা পরিস্থিতি সামাল দেন। ওপেনার আবিদ মো. চৌধুরী আলভী ১৯ রান করে আউট হন। সাজিদ হাসান ৪০ বল খেলে ৩০ এবং হৃদয় ইসলাম ৪৫ বল খেলে ৩৩ রানে অপরাজিত থাকেন। ২ উইকেট হারিয়ে ৮৯ রান তুলে নেয় রাইজিং স্টার ক্লাব।
শাহজাহান সংঘের তন্ময় পাটোয়ারী দিপু এবং কাজী কামরুল ১টি করে উইকেট পান। আজ প্রিমিয়ার লিগের খেলায় চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব অংশ নেবে।












