রাইজিং স্টারের টানা তিন জয়, জেলা পুলিশের প্রথম

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সিজেকেএসসিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে রাইজিং স্টার ক্লাব টানা তিন এবং চট্টগ্রাম জেলা পুলিশ দল প্রথম জয় পেয়েছে। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় রাইজিং ষ্টার ক্লাব ৩০ গোলে কল্লোল সংঘকে পরাজিত করে। অন্যদিকে একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম জেলা পুলিশ দল ২০ গোলে বিসিআইসি ক্রীড়া সংসদকে পরাজিত করে। রাইজিংকল্লোলের খেলায় প্রথমার্ধে এগিয়েছিল রাইজিং স্টার। খেলার ২৩ মিনিটের সময় জাফরুল্লাহ শারাফতের সেন্টার থেকে হেড করে গোল দেন তন্ময় ত্রিপুরা। রাইজিং ষ্টার এগিয়ে যায় ১০ গোলে। দ্বিতীয়ার্ধের ২য় মিনিটের সময় ফয়সালের পাস থেকে ফুজলিয়ন কাপ বম গোল দিয়ে ব্যবধান ২০ করেন। এই অর্ধের ১৬ মিনিটে আবারো গোল করে রাইজিং স্টার ক্লাব। বাম প্রান্ত থেকে ঢুকে একক প্রচেষ্টায় শুভ দাশ শেখর গোল করেন ()। ফাউলের কারণে এ খেলায় রাইজিং এবং কল্লোল দু’দলই দুটি পেনাল্টি লাভ করেছিল।

কিন্তু রাইজিং স্টারের জাফরুল্লাহ শারাফাত এবং কল্লোলের রাশেদ উপর দিয়ে মেরে দিয়ে সে সুযোগ নষ্ট করেন। ৫ খেলা শেষে রাইজিং স্টার ১০ পয়েন্ট লাভ করেছে। কল্লোল সংঘ সমান খেলায় ৫ পয়েন্ট লাভ করেছে। গতকালের এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাইজিং স্টার ক্লাবের ফুজলিয়ন কাপ বম। তাকে ম্যান অব দ্যা ম্যাচ ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর নওশেদ সারওয়ার।

এদিকে দুই অফিস দলের খেলায় বিসিআইসি ক্রীড়া সংসদ প্রথমার্ধে চট্টগ্রাম জেলা পুলিশের বিপক্ষে আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু যোগ্য গোলদাতার অভাবে গোল করতে ব্যর্থ হয় তারা। খেলার ৩ মিনিটে তারা পেনাল্টিও লাভ করেছিল। দলের বিল্লাল হোসেন সে পেনাল্টি মিস করেন। খেলার ১২ মিনিটে ফাউলের অভিযোগে পেনাল্টি লাভ করে জেলা পুলিশ দল। তা থেকে রায়হান গোল করে দলকে ১০ গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে রাসেল দাস বক্সে ঢুকে শটে বল জালে জড়ালে ২০ গোলে এগিয়ে থাকে চট্টগ্রাম জেলা পুলিশ দল। ৫ খেলা শেষে জেলা পুলিশ ৫ এবং বিসিআইসি ২ পয়েন্ট লাভ করেছে। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম জেলা পুলিশের গোলকিপার মোহাম্মদ পারভেজ। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ায় সদস্যাদের ইভেন্টসমূহ সম্পন্ন
পরবর্তী নিবন্ধসিসিএল বারকোড এইট বল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নুর উদ্দিন