রাইজিং জুনিয়র, সীতাকুণ্ড উপজেলার জয়লাভ

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে গতকাল বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাইজিং স্টার ক্লাব জুনিয়র ৭ উইকেটে শতাব্দী গোষ্ঠীকে পরাজিত করে। মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত অপর খেলায় সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা ২ উইকেটে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে।
এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে শতাব্দী গোষ্ঠী প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ৩০.৫ ওভার খেলেই অল আউট হয়ে যায় তারা। শতাব্দী গোষ্ঠী মাত্র ৮৭ রান সংগ্রহ করতে পারে। ওপেনার শামীম সাইদ ৩০,ফয়েজ আহমেদ ১৪ এবং মো. আরিফ ১৫ রান করেন। রাইজিং স্টার জুনিয়রের প্রিয়ন্ত বড়ুয়া ২১ রানে ৪টি,সাদ্দাম হোসেন ১৫ রানে ৩টি উইকেট লাভ করেণ। আকিবুল ইসলাম ২১ রান দিয়ে পান ২টি উইকেট। জবাব দিতে নেমে রাইজিং স্টার জুনিয়র ২০.৪ ওভার ব্যাট করেই প্রয়োজন রান তুলে ফেলে ৩ উইকেট খরচায়। তারা ৯০ রান সংগ্রহ করে। কোন রান করার আগেই ওপেনার মোরশেদ বিদায় নিলেও পরবর্তীরা দৃঢ়তার পরিচয় দেন। সাজিদ হাসান ২৩, রোকোনুল আবেদিন জয় এবং সাদিদ খান অপরাজিত থাকেন যথাক্রমে ২৬ ও ২৭ রান করে। শতাব্দী গোষ্ঠীর এ কাদের রিয়াদ ১৮ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। সালমান ফাহিম পান ১টি উইকেট।
মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। ৩৮.১ ওভার ব্যাট করে ১৪৯ রান সংগ্রহ করে সব উইকেট হারায় তারা। মো. ইয়াসিন হোসেন সর্বোচ্চ অপ. ৩৩ রান করেন। এছাড়া সোহানুর রহমান ৩২,মোকলেসুর রহমান ২৬,জুহাইর রহমান ১৫,জাকারিয়া ইসলাম শান্ত ১৫ রান করেন। অতিরিক্ত রান হয় ২৩।
সীতাকুন্ড উপজেলার সাজি নাজিম উদ্দিন ৩০ রান দিয়্যে ৫টি উইকেট দখল করেন। এছাড়া মোস্তাকিম হাকিম হাসিব ২টি উইকেট পান। মো. সাজ্জাদ হোসেন, রবিউল আলম রানা এবং তারিকুল আলম প্রত্যেকে ১টি করে উইকেট নেন।
জবাবে সীতাকুন্ড উপজেলা ৪২.৪ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে নেয়। দলের তারিকুল আলম ৪৯, রবিউল আলম রানা ৩০, মোস্তাকিম হাকিম হাসিব ১০ রান করেন। অতিরিক্ত রান হয় ৩৩।
ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব সোহানুর রহমান ২২ রানে ৩টি উইকেট দখল করেন। আবদুল্লাহ আল সাফায়েত ২টি উইকেট নেন। এছাড়া ইয়াসিন হোসেন,রেজাউল হোসেন এবং জুনাইদ হাসান প্রত্যেকে ১টি করে উইকেট পান।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয়বার বিপিএল খেলতে ঢাকায় মইন আলি
পরবর্তী নিবন্ধচান্দগাঁও এবং বায়েজিদে সিএমপি ট্রাফিক পুলিশের শীতবস্ত্র বিতরণ