রাঁধুনী কীর্তিমতী সম্মাননা পেলেন চার নারী

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:৩৯ পূর্বাহ্ণ

ঘরে-বাইরে, কর্মে-গুণে নিজ নিজ ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের জন্য চার কৃতী নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২০’। সম্মাননাপ্রাপ্তরা হলেন সাংবাদিকতায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ সাবিহা আলম, হিতৈষী হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ইলমার স্বত্বাধিকারী চট্টগ্রামের জেসমিন সুলতানা পারু, উদ্যোক্তা হিসেবে খুলনার বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধান আইনজীবী শামীমা সুলতানা শিলু ও ক্রীড়া শাখায় দৌড়বিদ ময়মনসিংহের ফিরোজা খাতুন। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ড ‘রাঁধুনী’ গত এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে গতকাল শনিবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যলস লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান আনিকা চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস, আইসিডিআরবির ডা. এন কে নাতাশা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু প্রমুখ। সম্মাননার জন্য নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন সাংবাদিক অজয় দাশগুপ্ত, গুটিপার প্রতিষ্ঠাতা উদ্যোক্তা তাসলিমা মিজি, ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনিরা রহমান, কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন এবং ডিক্যাস্টলিয়ার পরিচালক ও প্রধান সাবিলা ইনুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসচেতন নারী সমাজ রাঙ্গুনিয়ার মানববন্ধন
পরবর্তী নিবন্ধমুশতাকের মৃত্যু স্বাধীন মত প্রকাশের ওপর চরম আঘাত