রুদ্রর আসল নাম রোহান, থাকেন বিদেশ। ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় বাংলাদেশে থাকা কণার সঙ্গে। কথায় কথায় বন্ধুত্ব গড়ায় ভালোবাসায়। আর এই ভালোবাসার গভীরতা পরখ করবার জন্য কণা রোহানকে ভালোবাসা দিবসে তার সামনে হাজির হতে বলে। দেশে আসে রোহান। কিন্তু ইতোমধ্যে কণার ফেইসবুক আইডি থেকে রোহানকে ব্লক করা হয়। ফোন বন্ধ। বাড়ির যে ঠিকানা দিয়েছিল, সেটিও ভুয়া। বিপাকে পড়ে রোহান! কারণ দুজনের পরিচয়-প্রেমের শুরুটাই হয় ফেসবুকের ফেক আইডি দিয়ে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রাস্তায় দেখা হয় রোহান-কণার! এভাবেই রহস্যময় এক প্রেমের গল্পে এগিয়ে চলে নাটক ‘ফেক লাভ’। আহসান হাবিবের রচনায় এটি নির্মাণ করেছেন দীপু হাজরা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও ঐন্দ্রিলা আহমেদ। আরও আছেন পাভেল ইসলাম, মীর শহীদ, আবির খান, মাহা শিকদার প্রমুখ। নির্মাতা দীপু হাজরা জানান, আজ শুক্রবার রাত ৮টায় নাকটি প্রচার হবে আরটিভিতে।