রহমানিয়া কুলিং কর্ণার ও কেন্ডিকে ৩৫ হাজার টাকা জরিমানা

জামালখান ও আন্দরকিল্লায় অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে নগরের জামালখান ও আন্দরকিল্লার ‘রহমানিয়া কুলিং কর্ণার’ ও ‘কেন্ডি’কে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ‘মনিষা ফার্মেসি’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, অপরিচ্ছন্ন নোংরা ফ্রিজে ঝাল খাবার সংরক্ষণ করা ও বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার করার অপরাধে জামাল খান রোডের রহমানিয়া কুলিং কর্ণারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় রাখা জিলাপির সিরায় মশা, মাছি ধুলোবালি পড়ে দূষিত হওয়া এবং অবৈধভাবে ফুটপাত দখল করার অপরাধে আন্দরকিল্লার কেন্ডিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজিজ জানান, ফার্মেসিতে বিক্রির জন্য মেয়াদবিহীন তরল রাখা ও হালনাগাদ লাইসেন্স না থাকায় জামাল খানের মনিষা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে : খসরু
পরবর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সাক্ষাৎ