রহমতগঞ্জে মাঘোৎসব উদ্‌যাপন

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাধারণ ব্রাহ্মসমাজের উদ্যোগে নগরীর রহমতগঞ্জস্থ সাধারণ ব্রাহ্মসমাজ মন্দিরে গত ২৫ জানুয়ারি ‘মাঘোৎসব’ উদযাপিত হয়েছে। বেদমন্ত্র পাঠের মধ্যদিয়ে সূচনা করা হয় অনুষ্ঠানমালার। চট্টগ্রাম সাধারণ ব্রাহ্মসমাজের সভাপতি অধ্যহ্ম রীতা দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সি.জি.এস একাডেমির এডভাইজার অধ্যাপক বনগোপাল চৌধুরী। অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কান্তি দেব, চট্রগ্রাম অখণ্ড মন্ডলীর সহসভাপতি ঝুমুর চৌধুরী, প্রাক্তন সহসভাপতি অ্যাড. সুধীর রঞ্জন তালুকদার ও মনতোষ মজুমদার, প্রাক্তন সাধারণ সম্পাদক রতন বণিক ও স্বপন ঘোষ, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, চট্টগ্রাম সাধারণ ব্রাহ্ম সমাজের সহসভাপতি ডা. রতন চৌধুরী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাধারণ ব্রাহ্মসমাজ কর্মকর্তা সুজন দে, রুমি চৌধুরী, শম্পা চৌধুরী প্রমুখ। শেষে সংগীতানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজয়’৭১ এর নবনির্বাচিত কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধপেকুয়ায় কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলা