রহমতগঞ্জে ওয়ার্কশপে রাখা গাড়িতে আগুন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ৯:৩০ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লার রহমতগঞ্জ এলাকার নির্মাণাধীন ভবনের বেজমেন্টের ওয়ার্কশপের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার রহমতগঞ্জ এলাকার নির্মাণাধীন ১০ তলা ভবনের বেজমেন্টের জেনুইন মোটর ওয়ার্কশপে একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পাই।

তাৎক্ষণিক আমাদের স্টেশনের দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ওয়ার্কশপের মালিকপক্ষ প্রথমে আমাদের জানিয়েছে, আগুন লাগার পর পর তারা বিকট শব্দ শুনতে পান। এতে তারা প্রথমে ধারণা করেছিল হয়তো গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।

কিন্তু আমরা সিলিন্ডার পরীক্ষা করে দেখেছি, গাড়ির সিলিন্ডার অক্ষত আছে। তবে আগুনে গাড়ির টায়ার ফেটে গেছে। মূলত টায়ারের শব্দ শুনে তারা ধারণা করেছিল সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তবে পরবর্তীতে আমরা দেখেছি, গাড়ির ব্যাটারির ওয়্যারিংয়ে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। জেনুইন মোটর ওয়ার্কশপের মালিকের ছেলে মফিজুর রহমান দৈনিক আজাদীকে বলেন, ওয়ার্কশপের রাখা একটি প্রাইভেটকারে ব্যাটারির ওয়্যারিং থেকে শর্টসার্কিট হয়ে আগুন লেগেছে। তবে প্রথমে আমরা ভয় পেয়েছিলাম, হয়তো গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসোনাদিয়া যেন ‘বর্জ্য দ্বীপ’
পরবর্তী নিবন্ধশহীদ নূর হোসেন দিবস আজ