রসূলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল বাদ জুমা সুশৃঙ্খল ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি অধ্যাপক নুরুন্নবী। তিনি বলেন, রসূলবাগ আবাসিক এলাকায় গত দুই দশক ধরে পরিচ্ছন্ন ও নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা সার্বিক জনস্বাস্থ্যের জন্য এক অনন্য উদাহরণ। হঠাৎ করে ডাস্টবিন সরানোর অপচেষ্টা জনস্বার্থ ও পরিবেশ রক্ষার বিরুদ্ধে এক অবিবেচক সিদ্ধান্ত ছাড়া কিছুই নয়। মসজিদের সেক্রেটারি সেলিম উদ্দিন তার বক্তৃতায় বলেন, সিটি কর্পোরেশন যে পদ্ধতিতে নিয়মিত ময়লা অপসারণ করে আসছে তা বন্ধ হলে এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়বে এবং চাক্তাই খালসহ আশপাশের পরিবেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে বক্তব্য রাখেন রসূলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ আসাদুল্লাহ, সহ–সভাপতি মোহাম্মদ লিটন বলেন, সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ নসরুল্লাহ, অর্থ সম্পাদক নিজামুদ্দিন মনি। মানববন্ধনের শেষে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে রসূলবাগের জনগণ পরিবেশের সুরক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ন্যায়সঙ্গত অধিকারের প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।












