রসুলাবাদ মৈশামুড়া উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ ও পুরস্কার বিতরণ

| বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

মরফলা, রসুলাবাদ মৈশামুড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১২ ফেব্রুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রিজওয়ান গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডাইরেক্টর নুরুল ইসলাম ছিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ ও হাসপাতলের উপদেষ্টা অধ্যাপক ডা. এএসএম মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন। ভাল ফলাফল করলে শিক্ষক ও শিক্ষার্থীদের পুরষ্কার প্রদানের ঘোষণা দেন এবং শিক্ষকদেরকে নিজস্ব তহবিল থেকে পুরস্কার প্রদান করেন। তিনি বিদ্যালয়ে নির্মানাধীন ভবনের ৪র্থ তলা ছাদ জমানোসহ অসমাপ্ত কাজ নিজস্ব অর্থায়নে সম্পন্ন করার ঘোষণা দেন। শিক্ষার মান্নোনয়নে শিক্ষকদেরকে আরও আন্তরিকতার সাথে পাঠদান করার পরামর্শ দেন।

এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, নলুয়া ইউয়নিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা অরুন মজুমদার, মো. লোকমান, মো. নুরহোসেন, এডভোকেট খোরশেদ কামাল, জয়নাল আবেদীন, অরুন কান্তি দত্ত, দেলওয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন বিদালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দারোয়ান ঘরের তালা ভেঙে দুইটি মোটরসাইকেল চুরি
পরবর্তী নিবন্ধচেয়ারম্যান পদে ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল