রসুলবাগ আবাসিক এলাকা সমাজকল্যাণ পরিষদের উদোগে গতকাল শনিবার বায়তুল মামুর জামে মসজিদের দ্বিতীয় তলায় সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নছরুল্লাহ করিমের সঞ্চালনায় সমাজকল্যাণ পরিষদের সভাপতি এ এস এম এয়াকুবের সভাপতিত্বে উক্ত সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা বায়তুল মামুর জামে মসজিদের খতিব মোহছেন আল হোসাইনী উপস্থিত থেকে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
পরিষদের সভাপতি এলাকার উন্নয়নে সবার ভূমিকার প্রশংসা করেন ও গঠনতন্ত্র অনুযায়ী সবার মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশনের ঘোষণা দেন। এছাড়া পরিষদের সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক ত্রিবার্ষিক বাস্তবায়িত সামজিক কর্মকাণ্ড ও আর্থিক প্রতিবেদন পেশ করেন। এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেলিম, পরিষদের সাবেক সভাপতি নুরুল আবছার, সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদউল্লাহ, বর্তমান সহ–সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নিরাপত্তা সম্পাদক হাবিবুল ইসলাম মামুন, ক্রীড়া সম্পাদক কাজী মোহাম্মদ জসীমউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক একরামুল হক চৌধুরী মিল্টন, দপ্তর সম্পাদক মোঃ শোয়েব, নির্বাহী সদস্য বখতিয়ার খান, নছরত আলী হেলাল চৌধুরী, মোহাম্মদ সেকান্দর, নাজমুল হক মিঠু, মোঃ কেফায়েত উল্লাহ, ইমরুল ইসলাম ইমু, মোহাম্মদ শামসুল ইসলাম আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।