রশি ছাড়াই তাইওয়ানের ১০১ তলা ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

কোনও ধরনের রশি, সুরক্ষা বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের ১০১ তলা ভবনের চূড়ায় আরোহণ করেছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। ৫০৮ মিটার উচ্চতার তাইপেই ১০১ নামের এই ভবন স্টিল, গ্লাস এবং কংক্রীটের তৈরি। খবর বিডিনিউজের।

এটি নকশা করা হয়েছে লম্বা বাঁশের ছড়ির আদলে। ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন। উদ্বোধনের পর থেকে ভবনটি আধুনিক তাইওয়ানের প্রতিচ্ছবি হিসাবে বিবেচিত হয়ে আসছে। হনল্ড মূলত শনিবার ভবনে আরোহণ করতে চাইলেও খারাপ আবহাওয়ার কারণে তা পিছিয়ে যায়। পরে তার অভিযান নেটফ্লিক্সে সরাসরি সমপ্রচার করা হয়, যাতে দর্শকরা লাইভ দেখতে পারে। এক ঘণ্টা ৩১ মিনিটে হনল্ড ভবনের শীর্ষে পৌঁছে যান। ওপরে পৌঁছে তিনি এক শব্দে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন সিক (পরিশ্রান্ত)

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.২৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ২৩০০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন, ৪০০০ ফ্লাইট বাতিল