রশিদ খান দলে ফেরায় আশাবাদি আফগানরা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৭:১০ পূর্বাহ্ণ

লেগ স্পিনার রশিদ খান দলে ফিরে আসায় আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির কণ্ঠে দেখা দিয়েছে আত্মবিশ্বাসের সুর। দলের বোলিং আক্রমণের মূল অস্ত্রকে পেয়ে ওয়ানডে সিরিজে বড় আশার রসদ দেখছেন তিনি। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার দলের অনুশীলন শেষে রশিদকে নিয়ে প্রত্যাশার কথা জানান শাহিদি। তিনি বলেন, ‘রশিদের মতো ক্রিকেটার দলে থাকলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচটি খেলেনি। এখন ওয়ানডে সিরিজে আছে। আশা করি সে আমাদের জন্য ভালো কিছু করবে।’ ওয়ানডে সিরিজের আগে তাই পেসারদের নিয়ে বাড়তি সতর্ক আফগানরা। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট হারের পর ঈদের ছুটি কাটাতে দেশে না ফিরে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করেছে তারা। তিনি তাই বলেন, ‘টেস্ট ম্যাচটি আমাদের অনেক শিক্ষা দিয়েছে। আমরা এখন ভালোভাবে প্রস্তুত। আবু ধাবিতে আমরা ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা সবকিছুর জন্যই প্রস্তুত। ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটার টেস্ট ম্যাচে ছিল না। আমরা জানি, কী হতে পারে বা কী হতে যাচ্ছে। সবকিছুর জন্য আমরা প্রস্তুতি নেব। পেস বোলারদের বিপক্ষে আমরা অনেক অনুশীলন করেছি।’ ওয়ানডে সিরিজে ভালো করার আশায় আফগানিস্তানের অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। তবে আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা ওয়ানডেতে গত দুই বছর ভালো খেলেছি। সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। তবু এর মধ্যেই আমরা কোয়ালিফাই করেছি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে।’

পূর্ববর্তী নিবন্ধচোট কাটিয়ে ভালো আছেন তামিম
পরবর্তী নিবন্ধওয়ানডেতে আফগানিস্তান ভিন্ন দল : হাথুরুসিংহে