রশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দল

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে বাদ পড়েছিলেন মাস দুয়েক আগে তবে বিশ্বকাপের আগে ঠিকই ডাক পেলেন পেসার ফজলহক ফারুকি ও অলরাউন্ডার গুলবাদিন নাইব। রশিদ খানকে অধিনায়ক করেই আসছে টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারিমার্চে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে আরও ফিরেছেন পেসার নাভিন উল হক। জাতীয় দলের হয়ে সবশেষ তিনি খেলেছেন গত বছরের ডিসেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে টিটোয়েন্টিতে। আর অফস্পিনার মুজিব উর রহমান ডাক পাওয়ায়, রহস্য স্পিনার এএম গাজানফারের জায়গা হয়েছে রিজার্ভে। তার সঙ্গে রিজার্ভে আরও আছেন ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরিফি। ২০২৪ সালে অনুষ্ঠিত গত টিটোয়েন্টি বিশ্বকাপে চমক জাগানো পারফরম্যান্সে সেমিফাইনাল খেলেছিল আফগানরা, আইসিসির কোনো টুর্নামেন্টে সেটাই তাদের সর্বোচ্চ সাফল্য। শেষ চারে উঠতে তারা যাত্রাপথে হারিয়েছিল নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো দলকে। আগামী ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করবে আফগানিস্তান। ‘ডি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আর আমিরাত ও কানাডা। বিশ্বকাপের আগে শেষ ধাপের প্রস্তুতির লক্ষ্যে, এই একই দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি হবে আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত।

আফগাস্তিানের টিটোয়েন্টি বিশ্বকাপ দল: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইশাক, সেদিকউল্লাহ আতাল, দারভিশ রাসুলি, শাহিদউল্লাহ কামাল, আজমাতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নুর আহমদ, মুজিব উর রহমান, নাভিনউলহক, ফজলহক ফারুকি, আব্দুল্লাহ আহমাদজাই। রিজার্ভ: আল্লাহ মোহাম্মদ গাজানফার, ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরিফি।

পূর্ববর্তী নিবন্ধফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই এখন নিজের ভবিষ্যৎ দেখছেন সাকিব
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের দর্শকদের কাছে দুঃখ প্রকাশ