রশিদের মৃত্যুতে বাকরুদ্ধ সহশিল্পীরা

| বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ১০:০৩ পূর্বাহ্ণ

যার দরদভরা মেজাজি কণ্ঠের মায়াজালে বুঁদ হয়ে থাকতেন শ্রোতারা, সেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খানের মৃত্যুতে শোকাচ্ছন ভারতের সংগীত জগতের শিল্পীরা। সংগীতের দুনিয়ায় তার সহযোদ্ধারা মনে করছেন যার চলে যাওয়ার বয়সই হয়নি, সেই প্রয়াণ মেনে নেওয়া যায় না।

শোক জানিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ, কবিতা কৃষ্ণমূর্তি। শিল্পীদের পাশাপাশি নোবেলজয়ী পদার্থবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, সঞ্চালক তারকা মীর আশরাফ আলীসহ আরও অনেকে রশিদ খানের সঙ্গে নিজেদের সময় কাটানোর স্মৃতিতে ডুব দিয়েছেন। খবর বিডিনিউজের।

শোকাতুর শিল্পীরা : শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী বলেছেন, তিনি শোক জানানোর পরিস্থিতিতে নেই। গত এক মাস ধরে প্রিয় ছাত্র রশিদ খানের নিয়মিত খোঁজ রাখছিলেন তিনি। ও তো আমার হাতেই তৈরি। এটা তো চলে যাওয়ার বয়স নয়। দেশের সঙ্গীত জগৎ এক গুণী শিল্পীকে হারাল।

সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি সোশাল মিডিয়ায় লিখেছেন, আমি শোকাহত। অপূর্ব শিল্পী ছিলেন রশিদ খান। বরাবরই আমি তার সঙ্গীতের অনুরাগী। রাশিদ খানের কণ্ঠ সারাজীবন আমার হৃদয়ে থেকে যাবে। শিল্পীর পরিবারের জন্য সমবেদনা রইল। এবার ঈশ্বরকে খুশি রাখুন।

পূর্ববর্তী নিবন্ধগান স্যালুটে রশিদকে বিদায়
পরবর্তী নিবন্ধশপথ নেওয়ার পর ফেরদৌস যা বললেন