চট্টগ্রাম লেডিস ক্লাবের প্রাক্তন সভানেত্রী, রম্যসাহিত্যিক জিনাত আজম (৭৩) গত শনিবার দিবাগত রাতে ওআর নিজাম রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজেউন)। তিনি ২ ছেলে, ১ মেয়ে, ২ পুত্রবধূ, নাতি–নাতনীসহ অসংখ্য অত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল রোববার বাদ আসর ওআর নিজাম রোড জামে মসজিদে ১ম জানাজা ও বাদ মাগরিব চান্দগাঁও মোহরাস্থ এ কে খান বাড়ির মসজিদে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর স্বামীর পাশে তাঁকে দাফন করা হয়।
রম্যসাহিত্যিক হিসেবে জিনাত আজমের বেশ সুখ্যাতি রয়েছে। তাঁর ‘আমি তেলাপোকা বলছি’, ‘অন্য আলোয় অন্য ভুবন’, ‘অন্তরে বাইরে অনিকেত প্রান্তরে’, ‘নজর আলী সাতকাহন’ সহ বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি চট্টগ্রাম লেডিস ক্লাব ছাড়াও চট্টগ্রাম লেখিকা সংঘের সভানেত্রী, চট্টগ্রাম একাডেমির জীবন সদস্য, ইনার হুইল ক্লাবসহ বিভিন্ন সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম লেডিস ক্লাবের সভানেত্রী খালেদা আউয়াল, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক লায়ন জাহাঙ্গীর মিঞা, লেখিকা সংঘের সম্পাদিকা সৈয়দা সেলিমা আক্তার গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।