রমেশ শীলের স্মৃতি ও অবদান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা জরুরি

বোয়ালখালীতে জোবাইরুল আরিফ

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২৯ অপরাহ্ণ

মাইজভান্ডারী গানের কিংবদন্তি সাধক ও বাংলা গানের অন্যতম কবিয়াল রমেশ শীলের সমাধি পরিদর্শন করেছেন চট্টগ্রাম০৮ (চান্দগাঁওবোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ।

সমাধি পরিদর্শন শেষে তিনি প্রয়াত সাধক রমেশ শীলের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে জোবাইরুল আরিফ বলেন, রমেশ শীল শুধু মাইজভান্ডারী গানের একজন সাধক নন, তিনি বাঙালির লোকসংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত উত্তরাধিকার। তাঁর গানে তিনি মানুষের আত্মার কথা বলেছেন, সমাজকে মানবিকতার পথে আহ্বান জানিয়েছে। এমন সাধকদের স্মৃতি ও অবদান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা জরুরি।” প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে বিএনপি পরিবার চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ১৮ মামলার আসামি ইদ্রিস গ্রেপ্তার