আসন্ন রমজানকে কেন্দ্র করে এখন থেকেই দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম। রমজান মাস এলেই এক শ্রেণির ব্যবসায়ী উৎফুল্ল হয়ে ওঠে। রমজান মাসকে পুঁজি করে কয়েক দফা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেয়। এসব ব্যবসায়ী সমাজ কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বর্তমান মূল্যের দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেয়। সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের ঘোড়া নিয়ন্ত্রণে (কয়েকটি পণ্য বাদে) রাখতে পারেনি। আমরা দেখেছি সরকার প্রতি বছর রমজান উপলক্ষে বিদেশ থেকে শুকনো ফলমূলসহ নানা ধরনের ইফতার সামগ্রী আমদানীর জন্য আমদানীকারকদের বিশেষ সুবিধা দিয়ে থাকেন। কিন্তু এ সুবিধা থেকে জনগণ সব সময়ই বঞ্চিত থাকেন। মাঝখানে এ সুযোগ ভোগ করে মধ্যস্বত্বভোগী আমদানীকারকরা। অন্যদিকে দেখা যায়, অতিরিক্ত মুনাফা লাভের জন্য অনেকে সব পণ্যাদি মাসের পর মাস গুদামজাত করে রেখে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে। তাই সরকারের কাছে আবেদন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন।
এম. এ. গফুর
বলুয়ার দিঘির পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।