রমজান মাসব্যাপী মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ইফতার বিতরণ

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

রমজান মাসব্যাপী গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে মোস্তাফা হাকিম ব্লাড ব্যাংরেক সহযোগিতায় বিনামূল্যে কোরানে হাফেজ ও শ্রমজীবী মানুষদের নিয়ে ইফতার আয়োজন চলছে। তারই ধারাবাহিগতায় গতকাল নগরীর সিআরবি, টাইগারপাস এরিয়াতে এই কর্মসূচি চলমান ছিলো। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা জানান, পবিত্র মাহে রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি দয়া ও মানবতার সেবার এক অনন্য সুযোগ। সমাজের অনেক মানুষ প্রতিদিনের ইফতার ও সেহরির নিশ্চয়তা পান না। তাদের মুখে হাসি ফোটানোই হতে পারে আমাদের সেরা এবাদত। প্রেম বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণঅভ্যুত্থানে রক্তের বন্যায় ভেসে গেছে আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধজনতার ঘেরাও, ট্রাকসহ ৫০০ লিটার মদ রেখে পালাল পাচারকারী