রমজান মাসব্যাপী গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে মোস্তাফা হাকিম ব্লাড ব্যাংরেক সহযোগিতায় বিনামূল্যে কোরানে হাফেজ ও শ্রমজীবী মানুষদের নিয়ে ইফতার আয়োজন চলছে। তারই ধারাবাহিগতায় গতকাল নগরীর সিআরবি, টাইগারপাস এরিয়াতে এই কর্মসূচি চলমান ছিলো। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা জানান, পবিত্র মাহে রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি দয়া ও মানবতার সেবার এক অনন্য সুযোগ। সমাজের অনেক মানুষ প্রতিদিনের ইফতার ও সেহরির নিশ্চয়তা পান না। তাদের মুখে হাসি ফোটানোই হতে পারে আমাদের সেরা এবাদত। প্রেম বিজ্ঞপ্তি।