রমজান উপলক্ষে ধনাঢ্য ব্যক্তি ও যাকাত দাতাদের এগিয়ে আসার আহ্বান

আঞ্জুমান মুফিদুল ইসলাম-চট্টগ্রামের সভা

| শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের পরিকল্পনা, উন্নয়ন ও ভবন নির্মাণ এবং টেকনিকেল উপকমিটির এক জরুরি সভা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দৈনিক আজাদী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংস্থার সিনিয়র সহসভাপতি ও একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মো. ইউসুফ সর্দার, সহসভাপতি ও সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লি. এর চেয়ারম্যান শামসুল আলম শামীম, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সদস্য মো. ওসমান গনি, সদস্য প্রকৌশলী শহিদুল আলম, সহকারী পরিচালক মো. সেলিম নাসের, হিসাব কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম ও সাইট ইঞ্জিনিয়ার আবিদুর রহমান সোহেল।

সভায় বহুতল ভবন নির্মাণের বিভিন্ন পরিকল্পনা অনুমোদন করা হয়। আসন্ন রমজান উপলক্ষে ধনাঢ্য ব্যক্তি ও যাকাত দাতাদের সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ও বহুতল ভবন নির্মাণে যাকাত ও দানঅনুদান প্রদান করে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে চমেক হাসপাতালে বিশ্ব কিডনি দিবস পালন
পরবর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ৯.৮৩ কোটি টাকা