‘যে জাতি গুণীজনদের সম্মান করে না সে জাতি এগিয়ে যেতে পারে না’ কথাটির মর্মার্থ হৃদয় দিয়ে অনুধাবন করতে পেরেছে বলেই আজ স্বাধীন সাংস্কৃতিক একাডেমি ও স্বাধীন প্রকাশন পরিবার শিশুসাহিত্যিক রমজান আলী মামুনকে নিয়ে এমন একটি মহৎ আয়োজন করতে সমর্থ হয়েছে। রমজান আলী মামুনের লেখনি যুগ যুগ ধরে সমাজ বিনির্মাণে আলোর পথ দেখিয়ে যাবে। সৃজনশীলতাকে সত্যিকারভাবে ধারণ করতে পেরেছে বলেই আজ স্বাধীন পরিবার মরহুম মামুনের পরিবারকে আর্থিক অনুদান দেয়ার মতো মানবিক দায়িত্ব পালন করতে পেরেছে। এ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাধীন সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা বাংলাদেশ টিম্বার মার্চেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সদস্য নাসির উদ্দিন বাহাদুর।
সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে কথাসাহিত্যিক আলী আসকরের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীন সাংস্কৃতিক একাডেমির সিনিয়র সদস্য ইফতেখার মারুফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রাবন্ধিক আবসার মাহফুজ, কবি মাহমুদুল হাসান নিজামী, লায়ন জাহাঙ্গীর মিয়া, লেখক মুসা খান, মিজানুর রহমান শামীম, কবি শারুদ নিজাম, সোহেল রানা, সৈয়দ খালেদুল আনোয়ার, উৎপল বড়ুয়া, রাশেদ ইবনে ফরিদ চৌধুরী, নাসরিন সুলতানা খানম, কবি শুক্কুর চৌধুরী, সৈয়দ মো. আহসান উল্লাহ্, মুজিব উল্লাহ্তুষার, হাজী মো. বেলাল মিয়া, রমজান আলী মামুনের কন্যা পাপিয়া, আলমগীর ইমন, নান্টু বড়ুয়া, আজহার মাহমুদ, হামিদুল হক চৌধুরী, সেলিম উদ্দিন সেলিম, আবছার উদ্দিন লিটন, মো. সোহাগ খান, মোহাম্মদ হারুণ, ডা. রাহাদ উদ্দিন, শাহনেওয়াজ নাজিম, আবু তৈয়ব, মোহাম্মদ আজীম উদ্দীন, মাসুদ আলম, আশিকুর রহমান তারেক, উম্মেহাবিবা, নেয়ামত উল্লাহ সবুজ, মো. শাহাজাহান, মো. জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, মোহাম্মদ সেলিম প্রমুখ। এক পর্যায়ে স্বাধীন পরিবারের পক্ষ থেকে মরহুম মামুনের সন্তানদের হাতে বিশ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়। মরহুম মামুনকে উৎসর্গ করে কবিতা আবৃতি করেন কবি বিটন বড়ুয়া ও কবি জ্যোতি। পরিবারের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মরহুম রমজান আলী মামুন এর বড় সন্তান ওমর ফারুখ বাপ্পা এবং সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দীন হাসান বাবু। প্রেস বিজ্ঞপ্তি।











