এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম নিয়ে এসেছে রমজান স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ। যা গত ২৩ মার্চ থেকে শুরু হয়েছে। চট্টগ্রামের বাসিন্দারা শেষ রমজান পর্যন্ত হাসপাতালে এসে প্যাকেজ অন্তর্ভুক্ত সেবাগুলো গ্রহণ করতে পারবেন। এই প্যাকেজে থাকছে সিরাম ক্রিটিনাইন, ব্লাড গ্লুকোজ (ফাস্টিং), এসজিওটি, এসজিপিটি, ইউরিন প্রোফাইল, ইসিজি, সিবিসি, চেস্ট এঙরে, লিপিড প্রোফাইল এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও ডাইটেসিয়ানের সাথে কনসালটেশন।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, রমজান মাসে খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় শারীরিক অবস্থার ব্যাপারে যথাযথ ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামবাসী এই প্যাকেজের মাধ্যমে একসাথে অনেকগুলো স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।












