আসন্ন রমজানে রাঙ্গুনিয়ায় দরিদ্রদের ৩৯ লাখ টাকা সহায়তা দেয়া হবে। গতকাল মঙ্গলবার ইউএনও মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসন্ন রমজানে রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নের দরিদ্রদের সাহায্যে সরকারিভাবে ৩৯ লাখ টাকা বরাদ্দ এসেছে। এর মধ্যে রাঙ্গুনিয়া পৌরসভায় দেড় লাখ এবং প্রতিটি ইউনিয়নে আড়াই লাখ টাকা করে দেওয়া হবে। জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব টাকা বন্টন করা হবে বলে জানান তিনি।