রমজানে মহানগরীর যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান

চট্টগ্রাম সিটি যাত্রী কল্যাণ সমিতির সভা

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি যাত্রী কল্যাণ সমিতির এক জরুরি সভা গত শনিবার সকালে আন্দরকিল্লাস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আ..ম তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আসন্ন। রমজানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক যানজট মুক্ত রাখতে হবে। প্রতিটি রোজাদার যাতে নির্বিঘ্নে এবং যথাসময়ে বাসায় পৌঁছে পরিবার পরিজন নিয়ে ইফতার করতে পারে তার জন্য নগরীকে যানজট থেকে পরিত্রাণ দিতে হবে। ফুটপাত হকারমুক্ত রাখতে হবে। এ ব্যাপারে মাঠ পর্যায়ে প্রশাসনিক তদারকি এবং গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চসিক মেয়র ও সিএমপি কমিশনারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

সভায় বক্তারা নগরীতে গণপরিবহনসমূহ বিআরটিএর নির্ধারিত রুট অনুযায়ী এবং নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত চলাচলের আহ্বান জানিয়ে বলেন, অনেক সময় মাঝ পথে যাত্রী নামিয়ে দেওয়ার কারণে একদিকে যাত্রী হয়রানি হচ্ছে, অন্যদিকে যাত্রীদের অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে। এছাড়া সৃষ্টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত যানজট। তাই এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। সভায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি এম. এ সোবাহান, আবু জাফর চৌধুরী, সেলিম উদ্দিন, নুর উদ্দিন চৌধুরী, অজিত দাশ, নুর মোহাম্মদ পুতু, মো. খোশাল খান, মোহাম্মদ নাজিম উদ্দিন, গোলাম মুর্তজা, এম বখতেয়ার আহমদ, এম আমিন উল্লাহ, ফরহাদ উদ্দিন হিরু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটি’তে চিত্র প্রদর্শনী ও পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে বৈদিক পরিষদের আর্থিক সহায়তা প্রদান