রমজানে পণ্যের দাম স্থিতিশীল থাকবে

কক্সবাজারে বাণিজ্য উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীরউদ্দীন জানিয়েছেন, রমজানে সব ধরনের নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে। কোনো পণ্যের দামে ডিস্টার্ব হবে না। ইতোমধ্যে ব্যবসায়ীদের সাথে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পাট অধিদপ্তর ও জেডিপিসি আয়োজিত ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, একটা ব্যবসায়িক সম্মেলন ডেকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। সকলে মিলে একসাথে কাজ করা হচ্ছে। তাই আশা করছি রমজানে বাজারে পণ্য মূল্যের কোনো ব্যত্যয় হবে না। তেল, চিনি, খেজুর, ছোলা, মাছ, মুরগী, ডিম এবং মৌসুমি সবজির সরবরাহ মিলে আশা করি ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা হবে না।

এসময় তিনি আরো বলেন, আমরা বৈচিত্র্যময় পাট মেলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করছি। কিছুদিন আগে বাণিজ্য মেলা শেষ হয়েছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কক্সবাজারে মেলাটি আয়োজন করা হয়েছে। মেলায় যারা এসেছেন তারা খুবই খুশি এবং তারা প্রবৃদ্ধি আশা করছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে মেলার আয়োজন করা হচ্ছে। পাটের মেটেরিয়াল নিয়ে তাদের যে সমস্যা সেটা নিরসন করা হবে। এসময় উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), সত্যকাম সেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্‌উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহসহ অনেকে।

মেলায় ৩৩টি স্টল রয়েছে। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকবরস্থান পরিষ্কারের নামে বন বিভাগের গাছ কেটে নেয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধকানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ স্থগিত