রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ পিডিবির

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসে চট্টগ্রামে চাহিদানুযায়ী প্রায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ নিয়েছে পিডিবি। সুষ্ঠুভাবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পিডিবির প্রধান প্রকৌশলী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। এ ব্যাপারে দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু জানান, চট্টগ্রামে রমজান মাসে চাহিদানুযায়ী প্রায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। গতকাল মঙ্গলবার বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলীর সম্মেলন কক্ষে আয়োজিত রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। রমজান মাসে সুষ্ঠু ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের জন্য তিনি বিতরণ দক্ষিণাঞ্চলের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর গ্রিড অনুসারে কার্যপরিধি নির্ধারণ করে দপ্তরাদেশ প্রদান করেন। উক্ত আদেশে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা মনিটর ও সুষম লোড বন্টন নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে রোস্টার দায়িত্বও নির্ধারণ করে দেন। তিনি আরো বলেন, বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বর্তমানে করোনা সংক্রমণের মধ্যেও আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। এতে আমাদের অনেক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়ে মারা গেছেন। অনেকে সুস্থ হয়েছেন। আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এছাড়া বৈরি আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি, প্রয়োজনীয় সংস্কার ও নগর উন্নয়ন কর্মকান্ডের জন্য মাঝে-মধ্যে এ অঞ্চলে দিনের বেলায় অতি সামান্য পরিমাণে বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা গ্রাহকদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

পূর্ববর্তী নিবন্ধখাদ্যবাহী ট্রেনের পাশাপাশি চলবে পার্সেল ট্রেনও
পরবর্তী নিবন্ধএকবছর পরও মুমূর্ষু হলি ক্রিসেন্ট হাসপাতাল