গুজব সৃষ্টি করে রমজানে ভোগ্যপণ্যের বাজার অস্থির করার চেষ্টা চলছে, তাই ক্রেতাদের দুইদিনের বেশি পণ্য ক্রয় না করার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। রমজানে ভোগ্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নিমিত্তে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আগ্রাবাদ চৌমুহনী বাজারে গণপ্রচারণা কর্মসূচির তৃতীয় দিনে এই মন্তব্য করেন সুজন।
এ সময় তিনি বলেন, সরকারের নানাবিধ উদ্যোগের ফলে রমজানে ব্যবহার্য নিত্যপণ্যের দাম নিম্নমুখী পর্যায়ে রয়েছে। আর বিষয়টা মোটেও ভালো লাগছে না সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে। তাইতো অযথা গুজব সৃষ্টি করে ভোগ্যপণ্যের বাজার অস্থির করার চেষ্ঠা করছে তারা। কখনো বাজারে কৃত্রিম সংকটের কথা বলা
হচ্ছে আবার কখনো পার্শ্ববর্তী দেশ থেকে পণ্য না আসার গুজব সৃষ্টি করছে তারা। এতে করে ভোক্তাদের বিভ্রান্ত করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে সিন্ডিকেট ব্যবসায়ীগণ। তাই গুজব থেকে ক্রেতাদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। এক্ষেত্রে ক্রেতারা যদি সাহস করে এগিয়ে আসেন তাহলে পণ্যের দামের নিম্নমুখী প্রবণতাটাকে ধরে রাখা যাবে এবং ক্রেতারাও এর সুফল পাবেন।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে ভোগ্যপণ্যের কোনো সংকট নেই। পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক রয়েছে। তাই এ ধারা যেকোন মূল্যে ধরে রাখতে হবে। বিশেষ করে ক্রেতারা যদি দুই দিনের বেশি ইফতারির পণ্য ক্রয় না করেন তাহলে সিন্ডিকেট ব্যবসায়ীদের সকল অপকর্ম বিফলে
যাবে। এ সময় চৌমুহনী বাজারের উপস্থিত ব্যবসায়ীরা সিন্ডিকেট সংক্রান্ত তথ্য সরকারের উচ্চ পর্যায়ে জানানোর অনুরোধ জানান। গণপ্রচারণা কর্মসূচিতে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, আব্দুর রহমান
মিয়া, রুহুল আমিন তপন, আলী আকবর, সদস্য সচিব মো. হোসেন, আসিফ খান, মোরশেদ আলম, মো. সালাউদ্দিন, মো. শাহজাহান, এহতেশামুল হক রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।