রমজানে টিসিবির প্রথম ধাপের পণ্য বিক্রি ১০ মার্চ থেকে

থাকছে চাল ডাল তেল ছোলা পুরো প্যাকেজ ৫২৫ টাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

রমজানকে সামনে রেখে চট্টগ্রামে টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের ন্যায্যমূল্যের পণ্য বিতরণ শুরু হবে আগামী ১০ মার্চ থেকে। প্রথম ধাপের পণ্যসামগ্রী বিতরণ শেষ হলে দ্বিতীয় ধাপের পণ্য বিতরণ শুরু হবে ১৫ মার্চ থেকে। প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম মহানগর এবং ১৫ উপজেলায় মোট ৫ লাখ ৩৫ হাজার ৫০ জন ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিতরণ করা হবে।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরীর ৪১ ওয়ার্ড কাউন্সিলরগণের তালিকাভুক্ত কার্ডধারীদের মাঝে টিসিবির ডিলাররা ধারাবাহিকভাবে এসব পণ্য বিক্রি করে আসছেন।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম অঞ্চলের অফিস প্রধান শফিকুল ইসলাম আজাদীকে বলেন, আগামী ১০ মার্চ থেকে টিসিবির রমজানের কার্যক্রম শুরু হবে। রমজান মাসে দুই দফা পণ্য দেওয়া হবে। প্রথম দফা রোববার থেকে দেওয়া শুরু হবে। দ্বিতীয় দফা দেওয়া হবে ১৫ মার্চ থেকে। প্রথম দফায় ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি ছোলা দেওয়া হবে। পুরো প্যাকেজের দাম পড়বে ৫২৫ টাকা। দ্বিতীয় দফা পণ্যের সাথে চিনিও যুক্ত হবে। তবে চট্টগ্রামে এবার খেজুর দেওয়া হচ্ছে না। খেজুর শুধুমাত্র ঢাকায় দেওয়া হচ্ছে।

তিনি জানান, চট্টগ্রামে মোট ৫ লাখ ৩৫ হাজার ৫০ জন টিসিবির ফ্যামিলি কার্ডধারীর মাঝে চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ ৩৫ হাজার ৫০ জন এবং ১৫ উপজেলায় ২ লাখ ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষ টিসিবির এসব পণ্য পাবেন।

জানা গেছে, এবার কোনো পণ্যের দাম বাড়েনি। মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, ছোলা প্রতি কেজি ৫৫ টাকা এবং চাল প্রতি কেজি ৩০ টাকা। ৫২৫ টাকা দিয়ে পুরো প্যাকেজ পাওয়া যাবে।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বরাদ্দের ভিত্তিতে মহানগরী এলাকায় ওয়ার্ড কাউন্সিলররা এলাকাভিত্তিক তালিকা তৈরি করে যাদের কার্ড দিয়েছেন শুধুমাত্র তারাই পণ্য পাচ্ছেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যানদের তালিকা অনুযায়ী ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য পেয়ে আসছেন।

টিসিবি ডিলার মালিক সমিতি চট্টগ্রামের সভাপতি মো. কামরুল ইসলাম রাশেদ জানান, টিসিবির ফেব্রুয়ারি মাসের ফ্যামিলি কার্ডের পণ্য বিক্রি কার্যক্রম শেষ হয়েছে। রমজানের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে ১০ মার্চ থেকে।

দেশব্যাপী টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের মাঝে বছরব্যাপী ন্যায্যমূল্যে নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে সরকার দেশব্যাপী ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল, সয়াবিন তেল ও ছোলা বিক্রি করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধসিএনজি ট্যাক্সি স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধউত্তপ্ত চিনির বাজারে এস আলমের আগুনের উত্তাপ