রমজানে ওয়েল পার্কে এরাবিক ইফতার-ডিনার

রোজাদারদের জন্য স্বাস্থ্যসম্মত প্যাকেজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মাহে রমজান উপলক্ষে রোজাদারদের জন্য স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত ইফতার সরবরাহের নিশ্চয়তা দিয়ে নগরীর ওয়েল পার্ক রেসিডেন্স অফার করছে বেশ কয়েকটি প্যাকেজ। বরাবরের মত বৈচিত্র্যময় নানান রকমের প্যাকেজে থাকছে রুচিকর ও আভিজাত্য খাবারের আয়োজন। এছাড়া কর্পোরেট ইফতার মাহফিলের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন প্যাকেজ আয়োজনের কথা ঘোষণা করেছে অভিজাত এলাকা জিইসি মোড়ে অবস্থিত তিন তারকা মান সম্পন্ন এ হোটেলটি।

ওয়েল পার্ক রেসিডেন্সের জেনারেল ম্যানেজার এম এ মনছুর জানান, ইফতার আয়োজনে রয়েছে সেট মেন্যু, ব্যুফে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ইফতার ও ডিনার। রয়েছে এরাবিক স্পেশাল কুজাইন প্যাকেজ। আল মারজান ইফতার প্যাকেজ, শান্‌আল এরাবিক ইফতার, শেফ স্পেশাল এরাবিক ইফতার। এছাড়াও মিলবে সাশ্রয়ী টেইকওয়ে বক্স। তিনি বলেন, বন্ধুবান্ধব, আত্মীয়পরিজন নিয়ে সবাই মিলে আমাদের এ প্যাকেজগুলোর সুবিধা নিতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধনেই ডাম্পিং স্টেশন, দুই পৌরসভার বর্জ্য যায় মহাসড়কের পাশে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অস্ত্রের মুখে বনকর্মীদের জিম্মি