রমজানে একসঙ্গে তিন দিনের বেশি পণ্য ক্রয় না করার অনুরোধ সুজনের

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

আসন্ন রমজান মাসে একসঙ্গে তিন দিনের বেশি পণ্য ক্রয় না করার অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অনুরোধ জানান। এসময় তিনি বলেন রমজান মাস আসলেই ভোগ্যপণ্যের দাম বাড়তে পারে ভেবে আমাদের এক শ্রেণীর ক্রেতাসাধারণ একসঙ্গে পুরো মাসের বাজার করে ফেলেন। এতে করে সরবরাহ লাইনে সংকট তৈরি হওয়ার আশংকা রয়ে যায়। আর এ সংকটকে পুঁজি করে কতিপয় অসাধু ব্যবসায়ী দাম বাড়ানোর সুযোগ পায়। আর এতে করে কষ্টে পড়ে যায় সাধারণ ভোক্তাগণ। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের ফলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এসেছে সেজন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান সুজন। ভেজাল ও অনিয়ম প্রতিরোধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, বিএসটিআই, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে একসাথে কাজ করার অনুরোধ জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএইডস নিয়ন্ত্রণে থাকলে সুস্থ জাতি গঠন সম্ভব
পরবর্তী নিবন্ধনাসির উদ্দিন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ধ্রুবতারা