রমজানে ইবাদতের পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়াতে হবে

ইফতার মাহফিল ও উপহার সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এতে বক্তারা বলেন, রমজানে ইবাদত বন্দেগীর পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

পূর্বাশার আলো বোয়ালখালী : পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী শিশুকিশোর সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বিআরডিবি হল রুমে সংগঠনের বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র ও সংগঠনের উপদেষ্টা জহুরুল ইসলাম জহুর। এতে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ডা. অধীর বড়ুয়া, সমাজসেবক নজরুল ইসলাম হিরু, কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন চৌধুরী আবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম, সমাজসেবক বেলাল মোঃ সাইফুদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক, মোহাম্মদ আবু সাদেক, শাহা আলম সিকদার, মুহাম্মদ সেলিম। এতে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, এস,এম কাজেম, এস,এম নাঈম উদ্দিন, প্রলয় চৌধুরী মুক্তি, মাহাবুল আলম রাসেল, খায়ের আহমদ, মাহমুদুল ইসলাম সাকিব, শাহাদাত হোসাইন জুনাইদী, আবু নাঈম, তাজুল ইসলাম মানিক, সৈয়দ আরমান, শাহ আলম বাবলু, মোঃ বাদশা, মোঃ জাবেদ হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

৮নং শুলকবহর ওয়ার্ড আ.লীগ : ৮নং শুলকবহর ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা মামুনুুর রশীদ মামুনের ব্যবস্থাপনায় সম্প্রতি গরীব অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান। ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান রোকন, দক্ষিণ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন নাসিরাবাদ ইউনিট আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ হোসাইন, শুলকবহর বাদুরতলা ইউনিট আওয়ামীলীগের সভাপতি আক্তার ফারুক, খুলশী থানা আওয়ামীলীগ নেতা আবু সাঈদ সুমন, শুলকবহর বাদুরতলা ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু, মুরাদপুর ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়লাল গোস্বামী, মহানগর কৃষকলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম, এম এ মালেক, সাইফুল ইসলাম, আবু তাহের, এরশাদ উল্লাহ চৌধুরী মুন্না, জাহেদুল আলম, রিফাত জাবেদ ডন, খোরশেদ আলম বাসেদ, রোকন উদ্দিন, সাইফুল হাসান, ওমর আলী সুমন, জালাল উদ্দিন বাবু, এম আর এ হৃদয়, খুরশিদ বিন সুহাদ, আকিফুল ইসলাম ফরহাদ, জোবায়ের আইয়ুব, সোহেল রানা প্রমুখ।

২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সংসদীয় ১০ আসনের আওতাধীন নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে গতকাল মনছুরাবাদ কর্ণফুলী কমিউনিটি সেন্টারে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক। ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়ার সভাপতিত্বে ও উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক দুলালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উত্তর আগ্রাবাদ ওয়ার্ড সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা, ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম দিদার, শাহ আলম ও জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান মিঞা, আবদুল হান্নান কাজল, জেবুন্নাহার, আকবর আলী, আশরাফ উদ্দিন, শাখাওয়াত সপন, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, শহীদুল ইসলাম শামীম, খোকন চন্দ্র তাঁতি, আজিজ উদ্দিন, কফিল উদ্দিন, আবুল বশর, সাগীর আহমদ, এড. রবি সৈয়দ, সাইফুল করিম, রেজাউল করিম রিটন প্রমুখ।

বিজিসি ট্রাস্ট আইন বিভাগ : পবিত্র রমজান উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের উদ্যোগে এক ইফতার মাহফিল আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর এবিএম আবু নোমান, বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউছুফ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিঞা, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার। আইন বিভাগের শিক্ষক মো: রিদোয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দীকি, সিদরাতুল মুনতাহা তৃণা, মো: তৌহিদুল ইসলাম জিহাদী প্রমুখ।

যুবলীগ : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য আসিফ মাহমুদের উদ্যোগে গতকাল ২৫নং ওয়ার্ডে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মাঝে ফ্রি মাছ ও সবজি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মহসিন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সোহেল, রেফায়েত হোসেন রিপন, মো. শাহিন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, ২৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মাহফুজ আলম, ২৬নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহাজাদা খোরশেদ, মহানগর ছাত্রলীগ নেতা জাহেদ রাজ সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পতেঙ্গা থানা কৃষকদল : পতেঙ্গা চৌধুরী পাড়া এলাকায় গত মঙ্গলবার পতেঙ্গা থানা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে মাঠে কর্মরত কৃষকদের মাঝে ইফতার পরিবেশন ও প্রান্তিক কৃষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষকদলের আহ্‌বায়ক মো. আলমগীর। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের ১নং সদস্য মো. আজম খান, যুগ্ম আহ্‌বায়ক মো. সালাহউদ্দিন, মেজাহেরুল কাদের, দিদারুল আলম, মো. লোকমান, মো. হাসান, পতেঙ্গা থানা কৃষক দলের আহ্‌বায়ক নাছির উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম, আবদুল কাইয়ুম, মো. মনির, মো. ইসমাইল, মো. ফারুক, মো. সুমন, বাবলু প্রমুখ।

জয় বাংলা পরিষদ : ‘এসো বন্ধু শরিক হই, রোজার মাসে এক হই, এসো বন্ধু শরিক হই, অসহায়দের পাশে রই’,-স্লোগানকে ধারণ করে জয় বাংলা পরিষদের পক্ষ থেকে গরীব অসহায় মানুষের মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য রানা হামিদ। আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সহসভাপতি পলাশ চন্দ্র এইচ, পতেঙ্গা থানা ছাত্রলীগের কর্মী আরমান, নাহিয়ান, সাঈদ, রাজু, নিশান, জুবায়ের, রবিউল, ফরিদ প্রমুখ।

পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী ও কাউন্সিলর সহধর্মিনী রোমানা আক্তার চৌধুরী। পর্যায়ক্রমে আনুমানিক ৬ থেকে ৮ হাজার মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য রাজেশ বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সৌমেন বড়ুয়া, ছাত্রলীগ নেতা মোহাম্মদ বিন ফয়সাল, রেজাউল করিম রিটন, কামরুল হাসান শিবলু, মমিনুল হক সুমন, রওশনুজ্জামান রনি, রাফিউর রহমান প্রমুখ।

পূর্ব মাদারবাড়ি : নগরীর পূর্ব মাদারবাবাড়ি এলাকার প্রায় ৫০০ অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর চৌধুরী (সিইনসি), আলী বক্স, শওকত আলী, মো. মহসিন, দানু মিয়া, জসিমুল হুদা, ওমর ফারুক লুলু, দেলোয়ার হোসেন বাবুল, আবুল কাশেম ভূঁইয়া, আবদুল্লা ফারুক নোবেল, মাহমুদুল হক মুন্না, হায়দার আলী, শফিউল আজম চৌধুরী মজু প্রমুখ।

বাঁশখালী শিকড়ের টানে গ্রামে ফেরা : বাঁশখালী প্রতিনিধি জানান, ‘শিকড়ের টানে গ্রামে ফেরা’ ছনুয়া ইউনিয়নের সরকারিবেসরকারী চাকরিজীবীর পক্ষ থেকে বৃহস্পতিবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছনুয়া কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের শিক্ষক আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. নোমান চৌধুরী, সিনিয়র শিক্ষক রবিউল হাছান প্রমুখ। ইফতার সামগ্রী বিতরণে ইউনিয়নের বিভিন্ন পেশাজীবীরা সহযোগিতা হাত বাড়িয়ে দেন।

টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতি : আন্দরকিল্লাস্থ ইঞ্জিঃ আব্দুল খালেদ চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেরিবাজার আন্দরকিল্লা হকার সমিতির সহ সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হাসান, উজ্জ্বল বিশ্বাস, কামাল উদ্দীন চৌধুরী, মো. আলমগীর, হারুনুর রশিদ রনি, বখতিয়ার উদ্দীন, মো. হারুন, ইকবাল বাহার। উপস্থিত ছিলেন সেলিম তালুকদার, মো. নুর নবী, নবাব মিয়া, জিয়া উদ্দিন, মো. মিজান, আমির হোসেন, ওসমান গনি, মো. মামুন, মো. আলী হোসেন, মো. আবু তাহের প্রমুখ।

বোয়ালখালী প্রেস ক্লাব : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে এলাকার এতিম ও সুধীজনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার বিআরভিবি হল রুমে ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পৌরমেয়র জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, সাংবাদিক প্রদীপ শীল, লোকমান চৌধুরী, সেলিম চৌধুরী, মনজুর মাস্টার, থানার ওসি আবদুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতীক সেন, এমরান গনি। বক্তব্য রাখেনএম এ তালেব, ডা. অধীর বড়ুয়া, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, সৈয়দ মো. নজরুল ইসলাম, ডা. প্রভাস চক্রবর্তী, এস,এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ, জাহিদ হাসান, খোরশেদ আলম, শাহা আলম বাবলু, কাউন্সিলর শাহানাজ পারভিন নিলু, প্রধান শিক্ষক নজির আহমদ, মোঃ ইলিয়াছ, মেম্বার হাসান চৌধুরী, এস এম কাজেম, জামাল হোসেন চৌধুরী, মাওলানা মোরশেদুল হক কাদেরী আল আমিরী প্রমুখ। এ সময় দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ সিকদার।

আলকরণ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ : নগরীর আলকরণ ওয়ার্ডে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল নগরীর স্টেশন রোডে ইফতার বিতরণ করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মোহাম্মদ দেলোয়ারের সভাপতিত্বে ও আলকরণ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ইফতেখার আলম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মনোয়ার জাহান মণি, রিয়াজউদ্দীন বাজার আড়তদার কল্যাণসমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক শিবলী, খোরশেদুল আলম, সমর খাস্তগীর, রশিদ চৌধুরী, সেলিম উদ্দীন, তোতা মিয়া, মাসুম, মনিরুল ইসলাম, আবদুল মুবিন বাবর, মো. দিদার, কুতুবউদ্দিন রানা, ইয়াছির আরফাত রিকু, মো. রিদওয়ান, রিপম মিয়া, বিজয় দাস, হৃদয়, তানবীর, সম্রাট চৌধুরী, রুমেল খান, সৌরভ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবাজার : এবার কোটি টাকার পণ্য দিলেন ফারাজ করিম
পরবর্তী নিবন্ধপার্লারের আড়ালে মাদক ব্যবসা