নগরীর ২৬ নং উত্তর হালিশহর, ১১ নং দক্ষিণ কাট্টলী, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ, ১৩ নং পাহাড়তলী, ৩১ নং আলকরণ, ১৭ নং পশ্চিম বাকলিয়া ও ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গতকাল ছিল সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম। তিনি বলেন, যে কোনো দুর্যোগে মানুষের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। রমজানে অসহায় রোজাদারদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সহিদুল আলম, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলী, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, মহিলা কাউন্সিলর ফেরদৌসী আকবর, হুরে আরা বিউটি, সাবেক মহিলা কাউন্সিলর জেসমিনা খানম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।