রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে হবে

ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং : চট্টগ্রাম নগরীর ১শ জন সুবিধাবঞ্চিতকে ঈদ উপহার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং। গতকাল বিকেলে নগরীর ২নং গেইট এলাকার জিন্নুরাইন কনভেনশন সেন্টারে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল, সেক্রেটারি ড. আয়েশা আফরিন, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমূখ। অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিন বলেন, সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই আমাদের রোটারিয়ানদের জন্য আসল ঈদ। আমরা অতীতেও ছিলাম বর্তমানেও আছি ইন্‌শাআল্লাহ্‌ ভবিষতেও তাদের মুখে হাসি ফোটাতে সর্বদা তৎপর থাকবো।

২৫নং রামপুর ওয়ার্ড বিএনপি : পবিত্র মাহে রামজান উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২৫নং রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবছারুল ইসলামের সৌজন্যে রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১শে মার্চ হালিশহর থানাধীন বিএনপির ৩নং ইউনিট সবুজবাগ এলাকায় গরীব, দুস্থ অসহায় প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুল মান্নান সওদাগর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনসার মিয়া, ইউসুফ মিয়া, মহসিন মান্না, দৌলত খান, জাহিদ হোসেন, ইব্রাহিম, মুক্তার মিয়া, মোঃ সুমন, মোঃ ইলিয়াছ, মোঃ আবু, মোঃ বেলাল, মোঃ সিরাজুল হকসহ আরো অনেকে। ২৫নং রামপুর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবছারুল ইসলাম মহতী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।

বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের আয়োজনে ১৬ মার্চ বাদামতলীর মোড়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। এ সময় উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য গাজী আইউব, এম,এ সবুর, আবু মুছা, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন, আব্দুল বাতেন, কামাল উদ্দিন সর্দার, মনজুর মিয়া, মিজানুর রহমান মোস্তফা, জহির আহমেদ, মোঃ ইদ্রিস, নুরুল আজিম, মোঃ জাকির, মোঃ হেলাল উদ্দিন, এস্কান্দার মির্জা, কাইউম হোসেন রিপন, ওসমান গনি শিকদার, জাফরুল হাসান রানা, ইব্রাহিম মিয়া সাইমন, আব্দুর রহিম, শফি রানা, মোঃ সেকেন্দার কোম্পানী, মোহন, নয়ন, রফিক মেম্বার, আব্দুল মান্নান, আনু মিয়া বাবুল, ইসলাম, রুবেল, মুরাদ, মাহবুব, বেলাল, আজিজ, আব্দুল নুর ও রিংকু।

চকবাজার থানা ছাত্রদল : চট্টগ্রাম নগরীতে চকবাজার থানা ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার চকবাজার কাঁচাবাজারের সামনে পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক হামিদ হোসেনের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন আবিদ, প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিএম সালাউদ্দিন কাদের আসাদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহারামাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবকার মাহমুদ শুভ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আরিফ মইনউদ্দিন ওয়াশিম, নগর যুবদলের সাবেক সদস্য ফারুখ আহমেদ সাব্বির, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিপন আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাইহান, আলহারামাম ওয়েল ফেয়ার ডাইরেক্টর ইমতিয়াজ মাহমুদ শান্ত, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোরশেদ হাসান নয়ন, মো: রাজু চৌধুরী, মোহাম্মদ আবির, আবিদ আব্দুল্লাহ তাকরিম, জয়নাল আবেদিন আশিক, ইব্রাহিম খলিল, মোঃ ফাহিম, মো: সাগর, রাজিব, মোঃ আকাশ, মোঃ জুয়েল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন এতিম শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন সাঈদ আল নোমান
পরবর্তী নিবন্ধকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে