রমজানের শেষ ১০ দিন ২৪ ঘণ্টা খোলা মসজিদে নববি

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:২৭ অপরাহ্ণ

পবিত্র রমজান মাস উপলক্ষে পরিকল্পনা ঘোষণা করেছে মসজিদে নববী (সা.) পরিচালনা কমিটি। হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। পরিকল্পনা অনুযায়ী তারাবির আধাঘণ্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে। এরপর ফজর নামাজের দুই ঘণ্টা আগে খোলা হবে। তবে রমজানের শেষ ১০ দিন ২৪ ঘণ্টাই মসজিদ খোলা থাকবে। মসজিদে নববীতে এবার করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে এবং মাঠে একসঙ্গে নামাজ আদায় করবেন একই সংখ্যক মুসল্লি।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতা দখলের পর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধকরোনায় ‘তৃতীয় ঢেউ’ নিয়ে আতঙ্ক, লকডাউনে প্যারিস