আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় করা হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি)। নিম্নআয়ের মানুষের কাছে সহজে নিত্যপণ্য সমূহ পবিত্র রমজানে পৌঁছানোর জন্যই সরকার আগে ভাগেই এই উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ছোলা, তেল, খেজুর, ডাল ও পেঁয়াজ বিক্রি করা হবে। ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে বেড়ে গেছে। আমাদের দেশের চাহিদা মেটানোর জন্য প্রতি বছর ৯০ শতাংশ তেল আমদানি করতে হয়। তাই দেশের ভোজ্য তেলের চাহিদা মেটাতে আন্তজার্তিক বাজারের উপর নির্ভর করতে হয়ে। প্রতি বছর রমজান এবং কোরবানের সময় ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। আন্তজার্তিক বাজারে দাম বাড়ার অজুহাতে দেশিয় সিন্ডিকেট আরো অস্থিতিশীল করে তোলে বাজারকে। সেই লক্ষ্যে সরকার এবার আগে ভাগেই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। তাই ২৫ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এই তেল আমদানি করা হবে বলে গতকাল সচিবালয়ে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘রমজানের সময় আমাদের বাজারে যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য প্রস্তুতি রয়েছে। এজন্য আমরা ২৫ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানি করতে যাচ্ছি টিসিবির মাধ্যমে। যাতে নিম্নআয়ের মানুষের কাছে সহজে পৌঁছানো যেতে পারে। সব রকম ব্যবস্থাই আমরা নিয়েছি।’
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর জনসংযোগ কর্মকর্তার সূত্রে জানা গেছে, পবিত্র রমজানের আগেই ঢাকা-চট্টগ্রামসহ দেশের প্রতিটি বিভাগীয় এবং মেট্রোপলিটন শহরে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সামগ্রী ট্রাকে করে বিক্রি শুরু হবে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ঢাকায় এবং চট্টগ্রাম মহানগরীতেও ছোলা, তেল, খেজুর, ডাল ও পেঁয়াজ খোলা ট্রাকে করে বিক্রি শুরু হবে বলে টিসিবি থেকে জানা গেছে।