রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভা

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:১৭ অপরাহ্ণ

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখার প্রথম সভা গত শুক্রবার সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অনুপম সেন। ড. অনুপম সেন বলেন, যুগে যুগে রবীন্দ্রনাথ, নজরুল আমাদের প্রেরণার উৎস হয়ে ছিলেন এবং থাকবেন। রবীন্দ্রনাথকে যতই ছড়িয়ে দেওয়া যাবে ততই সমাজ এবং সংস্কৃতি উন্নত হবে। শুদ্ধ সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখা সম্ভব। রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রেয়সী রায়। বছরব্যাপী কর্মসূচি ও অনুষ্ঠান নিয়ে আলোচনায় অংশ নেন সহসভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক রীতা দত্ত ও ফেরদৌস আরা আলীম, উপদেষ্টা অধ্যাপক রজত বিশ্বাস, আলম খোরশেদ, সম্পাদকমন্ডলীর সদস্য তৃপ্তি দাশ, অনির্বাণ ভট্টাচার্য, ফারহানা আনন্দময়ী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ উচ্চারকের ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’
পরবর্তী নিবন্ধএফডিসিতে মাহফুজুর রহমান শোনালেন গান, দিলেন সিনেমার ঘোষণা