বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘তোমামাঝে অসীমের চিরবিস্ময়’ শিরোনামে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার নন্দনকাননস্থ ফুলকি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠেয় আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি লাকী দাশ এবং সাধারণ সম্পাদক অ্যাড. শুভাগত চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।