বাংলার মানুষের কাছে রবীন্দ্রনাথ, নজরুল এবং সুকান্ত চির জাগরুক থাকবে। এ তিন কবি বাংলা সাহিত্যে কেবল ঐতিহ্য হিসেবে নয়, ভবিষ্যতের পথ প্রদর্শক হিসেবেও বরণীয়। এদের একজন উদার মানবিকতাবাদের কবি, আরেকজন মেহনতী মানুষের মুক্তিতে বিশ্বাসী স্বাধীনতা ও জাতীয় গণতান্ত্রিক সংগ্রামের কবি। অন্যজন সমাজতান্ত্রিক বাস্তবতার আদর্শে সর্বহারা শ্রেণীর বিপ্লবে বিশ্বাসী কবি। বলা চলে একই উজানে চলা নৌকার হাল ধরে থাকা তিন কান্ডারী।বোয়ালখালীতে গান কবিতা কথামালায় বাংলাসাহিত্যের তিন মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গত শুক্রবার উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে দিশারী খেলাঘর আসরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আসরের সভাপতি জামাল আবদুল নাসের।
সম্পাদক নাজমা আকতার ও রিয়া মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল ফজল বাবুল, মোহাম্মদ আলী, শ্যামল বিশ্বাস, দিপুল নাহা,সুবাসী রানী চৌধুরী, মোজাম্মেল হক এরশাদ প্রমুখ।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দিশারী খেলাঘরের শিল্পীবৃন্দ ।